
তিনদিনের মাথায় ফের বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর। রবিবার বিকেলে বিমানবন্দরের একেবারে কাছে বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২ জন নিহত হয়েছেন, আহত ৩। তবে বিস্ফোরণে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে প্রবল। এদিন দুপুরে কাবুল বিমানবন্দর ছেড়ে ন্যাটোর শেষ বিমানটি উড়ে যাওয়ার পরই বিমানবন্দর সিল করে দেয় তালিবান বাহিনী।
যাতে কেউ সেখানে ঢুকতে না পারে, তার জন্য বিমানবন্দরগামী সমস্ত রাস্তাও আটকানো হয়। আর ঠিক তার পরপরই এই বিস্ফোরণ।
আফগানিস্তানে তালিবান তাণ্ডবের মাঝে বৃহস্পতিবার রাতে আচমকাই জোড়া বিস্ফোরণ ঘটেছিল কাবুল বিমানবন্দরে। ধারাবাহিক বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। রবিবার সকালে ফের আশঙ্কার কথা শুনিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা হতে পারে। তাই আমেরিকান নাগরিকদের বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট।
ঘটলো ও তাই।