
ফরিদপুরের সালথায় পরীক্ষামূলকভাবে আপেল চাষ করা হয়েছে। শুরুতেই সাফল্য পেয়েছেন ৩ জন চাষি। সালথা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগীতায় ৬টি সবুজ জাতের আপেলের চাষ পরীক্ষামূলক শুরু করেন এই তিন চাষি। এর মধ্যে উপজেলার গট্টি ইউনিয়নের গোপাল বিশ্বাস ৩টি, মিয়ার গট্টি এলাকার আরিফ হোসেন ২টি এবং অপর একটি গাছ ফরিদপুর সদর এলাকায় রোপণ করা হয়।
দেখাগেছে গোপাল বিশ্বাসের ৩টি গাছেই ফুল এবং ২ টি গাছে গুটি এসেছে। আরেক চাষি আরিফ হোসেনের একটি গাছে বেশ ভালো ফুল এসেছে তবে গুটি ঝরে পড়ে যাচ্ছে।
আপেল চাষের জন্য ফরিদপুরের আবহাওয়া বেশ অনুকূলে রয়েছে বলে কৃষি বিভাগ মনে করছে। পরীক্ষামূলক এই আপেল চাষে সাফল্য পাওয়ায় অনেক ফল চাষি আপেল চাষের কথা ভাবছেন। অনেকেই আপেল চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন।