spot_img
Home বিশ্ব উত্তর আমেরিকা ৮৫ মিনিটের প্রেসিডেন্ট

৮৫ মিনিটের প্রেসিডেন্ট

৮৫ মিনিটের প্রেসিডেন্ট

মাত্র ৮৫ মিনিটের জন্য আমেরিকার প্রেসিডেন্ট আবার নারী। ইতিহাস সৃষ্টি করলেন কমলা হ্যারিস। এই প্রথম কোনো নারী যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা পেলেন।
এর আগে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন তিনি।

শনিবার (২০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি।

জানা গেছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কোলোনোস্কপি করা হয়। বাইডেনের যখন কোলোনোস্কপি করা হচ্ছিল, তখন তাকে চেতনানাশক দেওয়া হয়। তাই তিনি ক্ষমতা হস্তান্তর করেছিলেন কমলার কাছে। এ সময় প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেওয়া হয়েছিল তাকে। ৫৭ বছর বয়সী কমলা প্রেসিডেন্ট হয়েছিলেন ৮৫ মিনিটের জন্য।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, স্বল্প সময়ের জন্য কমলা যে দায়িত্ব পেয়েছেন, তা অবিশ্বাস্য নয়। যুক্তরাষ্ট্রের সংবিধান এ সুযোগ রেখেছে এবং নিয়মিত কার্যপ্রক্রিয়ার অংশ হিসেবে এটা করা হয়েছে।

এর আগে ২০০২ ও ২০০৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এমন ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here