দেশের মধ্যবিত্তরা তাদের ক্রয়ক্ষতার মধ্যেই গাড়ি কেনার সুযোগ পেতে যাচ্ছে। মালেয়িশান ব্র্যান্ড প্রোটন গাড়ির সংযোজন কারখানা করছে পিএইচপি ফ্যামিলি। এসব গাড়ির দাম সাত থেকে সাড়ে সাত লাখ টাকার মধ্যে থাকবে। তিন ধরনের গাড়ি সংযোজন করছে এই শিল্প প্রতিষ্ঠানটি। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রথম দিকে গাড়ি সংযোজন কারখানা দিয়ে শুরু করেছি।
তবে আমাদের স্বপ্ন আরো বড়। নিকট ভবিষ্যতে বাংলাদেশেই সম্পূর্ণ নতুন গাড়ি তৈরি হবে। এ স্বপ্ন নিয়েই এগোচ্ছে পিএইচপি ফ্যামিলি। জানা গেছে, পিএইচপি মালটেক্স ব্র্যান্ড নামে এ গাড়ি বাজারজাত করার পরিকল্পনা করেছে বেসরকারি খাতে দেশের একমাত্র গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস।
কোম্পানি সূত্রে জানা গেছে, মোট তিনটি ফরম্যাটে পিএইচপি মালটেক্স দেশের ৬৪ জেলায় বাজারজাত শুরু হবে। এগুলো হলো— কার, ওপেন ও পিকআপ ফরম্যাট। ৫১০ সিসির ডিজেলচালিত ম্যানুয়েল গিয়ার মালটেক্সের কার ও ওপেন ফরম্যাটে পাঁচজন অনায়াসে বসতে পারবেন।
এ গাড়ি বাজারে এলে বিপুল অংকের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। পাশাপাশি ব্যবহারকারীরা উন্নত সেবা গ্রহণেরও সুযোগ পাবেন। যারা ছোট বা মাঝারি পরিসরে ব্যবসাবাণিজ্য পরিচালনা করেন, তারাই এ গাড়ির ক্রেতা হবেন। গাড়িটিতে কমফোর্ট, সেফটি ও ব্রেকিং— তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে।
বেসরকারি খাতে ২০১৫ সালের শুরুতে গাড়ি সংযোজন শিল্পে বিনিয়োগের ঘোষণা দেয় পিএইচপি ফ্যামিলি। চট্টগ্রামের সাগরিকা শিল্প এলাকায় প্রাথমিকভাবে গাড়ি ও মোটরসাইকেল সংযোজনের কাজ শুরু করেছে কোম্পানিটি।