
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসনের প্রতিবাদে ২৮ মার্চ দেশব্যাপী সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।
আজ শুক্রবার ১১ মার্চ সকালে পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন
জোটের সমন্বয়ক সাইফুল হক
উপস্থিত ছিলেন, সিপিবি সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।