ইউনাইটেড হসপিটালের অগ্নিকান্ডে নিহত পাঁচ পরিবারকে আপাতত ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরন দেয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বে হাইকোর্ট এর আপীল বিভাগ।
এক মাসের মধ্যে এই টাকা দিতে হবে।
গত বছর ইউনাইটেড হসপিটালের করোনা ইউনিটে আগুন লেগে পাঁচ রোগী আগুনে পুড়ে মারা যান।
হাসপাতাল কর্তৃপক্ষ অপমৃত্যু মামলা করলেও নিহতদের একজনের পরিবার অবহেলার অভিযোগ তুলে মামলা করেন।
আদালত এর প্রেক্ষিতে নিহত প্রত্যেক পরিবারকে আপাতত ৩০ লাখ ও পরে ১৫ কোটি টাকা ক্ষতিপুরন দিতে নির্দেশ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করলে হাসপাতাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আপীল করলে চেম্বার জজ আদালত সেই রুল স্থগিত করে৷
আজ ২৯ এপ্রিল সেই আপীল পূর্নাঙ্গ বেঞ্চে এলে এই আদেশ দেয়া হয়।
৷