সারাদেশে ১৪ দিনের লকডাউনের সুপারিশ করা হয়েছে। করোনার সংক্রমণ ও মৃত্যু হার বৃদ্ধি পাওয়ায আঞ্চলিক লক ডাউনে আশানুরূপ সাফল্য না থাকায় এবার এই সুপারিশ করা হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
বৃহস্পতিবার কোভিট সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই পরামর্শর কথা জানায়।
কমিটির পক্ষে মোহাম্মদ শহিদুল্লাহ এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।
এতে বলা হয়, বুধবার রাতে কমিটির বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়, এতে জেলা ও আঞ্চলিক পর্যায়ের কোভিট পরিস্থিতি পর্যালোচনা করে একসাথে সারাদেশে একটানা ১৪ দিন শাট ডাউনের সুপারিশ করা হয়েছে।
সভায় বলা হয়, দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে। এটা দ্রুত ছড়ানোর খবর পাওয়া গেছে। পঞ্চাশ এর অধিক জেলায় পরিস্থিতি ভয়ানক বলে খবর আসছে।
এই অবস্থায় কড়া লকডাউনের বিকল্প কিছু দেখা যাচ্ছে না।