spot_img
Home বাংলাদেশ অপরাধ ১০ ট্রাক অস্ত্র মামলার আসামীর মৃত্যু

১০ ট্রাক অস্ত্র মামলার আসামীর মৃত্যু

১০ ট্রাক অস্ত্র মামলার আসামীর মৃত্যু

১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম (৬৮) আর বেঁচে নেই।

রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা ১৪ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান। তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা পজেটিভ হওয়ায় কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে করোনা পজিটিভ হওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় তাকে। পরে অবস্থা খারাপ হওয়ায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here