প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে রাজশাহী থেকে এয়ার এম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়।
এদিন সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শাহ মখদুম
শুক্রবার রাতে হাসান আজিজুল হকের শুভাকাঙ্ক্ষিরা জুম মিটিংয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেন। পরিবারের সদস্যরাও তাতে সম্মত হন। জুম মিটিংয়ে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক এবং রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন অংশ নেন।
হাসান আজিজুল হক ইলেকট্রোলাইন ইমব্যালেন্স ও হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। করোনার কারণে হাসপাতালে আনা যাচ্ছিল ।