গত ২৪ ঘনৃটায় করোনায় সারাদেশে ১০১ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়৷ সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে ৫৪ জন আর ময়মনসিংহ ও রাজশাহীতে ১ জন করে।
গত ২৪ ঘন্টায় সনাক্ত হয়েছেন ২ হাজার ২২২ জন৷
এদিকে সরকার আপাতত প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করেছে।
আজ ঢাকায় এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক বলেছেন, আমরা করোনার প্রথম ঢেউ দক্ষতার সাথে সামাল দিয়েছিলাম কিন্তু অসচেনতার কারনে এখন পরিস্থিতি মোকাবিলা কঠিন হয়ে যাচ্ছে৷ এই পরিস্থিতিতে নতুন ঢেউ আসলে সেটা মেকাবিলা কঠিন হবে।