
ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে নটরডেম কলেজের একজন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে ওই শিক্ষার্থীর সহপাঠী ও নটরডেমের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে মতিঝিল-গুলিস্তান সড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভে এ ঘটনার সঙ্গে জড়িত চালকের ফাঁসির দাবি জানিয়েছেন তারা। নটরডেমের কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নিয়েছেন।
একইসঙ্গে ছাত্র হত্যার বিচার চেয়ে নটরডেমের শিক্ষার্থীদের এ আন্দোলনে যেন কোনো বহিরাগত প্রবেশ করতে না পারে সেই দিকে খেয়াল রাখছে তারা।