করোনার কারনে স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ ইলেকশন নিয়ে সিদ্ধান্ত হবে ইসির ২ জুনের সভায়৷
সোমবার ইসির এক সভা থেকে এই তথা জানানো হয়।
সভায় ঢাকা, কুমিল্লা, সিলেট ও লক্ষীপুর এর একটি করে আসনে উপ নির্বাচন এর তারিখ নিয়ে আলোচনা হয় তবে ভোটের চুড়ন্ত তারিখ ঠিক হয়নি।
আসলামুল হকের মৃত্যুতে ঢাকার, আব্দুল মতিন খসরুর মৃত্যুতে কুমিল্লা,
মাহমুদ উস সামাদ এর মৃত্যুর কারনে সিলেট, মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল কুয়েতে দন্ড প্রাপ্ত হওয়ায় লক্ষীপুর আসন শুন্য হয়েছে।।