spot_img
Home চাকরি খবর স্কুল শিক্ষার্থীরা ফাইজার মর্ডানার টিকা পাবে

স্কুল শিক্ষার্থীরা ফাইজার মর্ডানার টিকা পাবে

স্কুল শিক্ষার্থীরা ফাইজার মর্ডানার টিকা পাবে

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আমরা খুব শিগগিরই টিকা দেওয়া শুরু করবো। কারণ ইতোমধ্যে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান খুলে গেছে।

রোববার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনসের গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইউ এইচও) সঙ্গে আমরা আলোচনা করলে তারা বলেছেন। স্কুল ও কলেজের শিক্ষার্থীদের শুধু মাত্র ফাইজার ও মডার্নার ভ্যাকসিন দেওয়া যাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে এখন ফাইজারের ৬০ লাখ টিকা মজুদ রয়েছে। খুব শিগগিরই এই ৬০ লাখ টিকা ৩০ লাখ শিশুকে দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। এরপর ফাইজারের টিকা এলে আমরা আবার দেবো।

শিশুদের জাতীয় পরিচয়পত্র নেই কিন্তু তাদের জন্মনিবন্ধন সনদ রয়েছে। তাই শিশুদের জন্মনিবন্ধন সনদ ও স্কুল সার্টিফাইড সনদের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষ মাধ্যমে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here