spot_img
Home বিশেষ সংবাদ সৌদি আরবে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান

সৌদি আরবে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান

সৌদি আরবে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে গত এক সপ্তাহে সৌদি আরবে প্রায় সাড়ে ১৫ হাজার অভিবাসীকে আটক হয়েছে।।

সৌদি গেজেট রোববার (৭ নভেম্বর) এর খবর, গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান চালিয়ে ১৫ হাজার ৩৯৯ জনকে আটক করেছে৷

আটকদের মধ্যে সাত হাজার ২৯২ জনকে আবাসন আইন লঙ্ঘন, ছয় হাজার ৩৭৩ জনকে সীমান্ত নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং এক হাজার ৭৩৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের সহায়তা দেওয়ার জন্য ১৭ জনকে আটক করা হয়। সৌদি সীমান্ত অতিক্রমের দায়ে আরও ২৭৮ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

এর আগে আইনভঙ্গের অভিযোগে ৮৮ হাজার ২৯ জন অভিবাসীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৭২ হাজার ৭৮৮ জনকে নিজ নিজ দেশের দূতাবাস থেকে বৈধ ভ্রমণ নথি সংগ্রহ করতে বলা হয়েছে। আর ১০ হাজার ১৭ জনকে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here