spot_img
Home বিশ্ব পাকিস্তান সুস্থ হয়ে উঠছেন ইমরান খান

সুস্থ হয়ে উঠছেন ইমরান খান

সুস্থ হয়ে উঠছেন ইমরান খান

রোড মার্চে বন্দুকধারীর হামলায় আহত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন।

গতকাল ৩ নভেম্বর পাঞ্জাবের ওয়াজিরাবাদে ইসলামাবাদ অভিমুখী লংমার্চে ইমরানকে গুলি করা হয়। এতে একজন নিহত ও ১০ আহত হন।

একজনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে তিনি পাকিস্তানের শওকত খানুম হাসপাতালে চিকিৎসাধীন আছেন । তার চিকিৎসক ফয়সাল সুলতান এএফপিকে বলেন, ইমরান খান এখন অবস্থা ভালোর দিকে। তার অবস্থা এখন স্থিতিশীল।

আগাম নির্বাচনের দাবিতে গত সপ্তাহে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেন ৭০ বছর বয়সী ইমরান খান। লংমার্চে হামলার সময় ডান পায়ে গুলিবিদ্ধ হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী।

পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, যারা বহরের সামনে ছিলেন তারাই গুলিবিদ্ধ হয়েছে।

ইমরান খানের জ্যেষ্ঠ সহযোগী রাউফ হাসান বলেন, ইমরান খানকে হত্যার উদ্দেশে এই হামলা চালানো হয়েছে।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের একাধিক নেতা এই হামলার জন্য সরকারকে দায়ী করছে। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, শুক্রবার ইমরান খানের লংমার্চের চলবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক করবেন তারা ।

সূত্র: এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here