
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামের সদ্যবিবাহিত এক আদিবাসী তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৪ আগস্ট) নিজ বসতঘরের অদূরে পাহাড়ি ছড়ায় গোসল করতে গেলে তিনি ধর্ষণের শিকার হন।
এ ঘটনার পর বিকেলে অভিযুক্ত যুবক রাশিদ মিয়াকে (৪০) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের রাজাই এলাকা থেকে আটক করেছে তাহিরপুর থানার পুলিশ। রাশিদ মিয়ার দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে।
জানা যায়, শনিবার সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজাই গ্রামের বাসিন্দা সদ্যবিবাহিত ওই আদিবাসী তরুণী নিজ বসতঘরের অদূরে রাজাই পাহাড়ি ছড়ায় গোসল করতে যান। পরে একই গ্রামের আবুল কালামের ছেলে রাশিদ মিয়াও সেখানে গোসল করতে যান। একপর্যায়ে রাশিদ মিয়া ওই আদিবাসী তরুণীকে কুপ্রস্তাব দেন। কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় আদিবাসী ওই তরুণীকে ছড়ার পাশেই জোরপূর্বক ধর্ষণ করেন রাশিদ মিয়া। এ সময় প্রচুর বৃষ্টিপাত থাকায় ওই তরুণী চিৎকার করলেও তা কেউ শুনতে পায়নি।
পরে বাড়ি ফিরে ধর্ষণের ঘটনাটি পরিবারকে জানান ওই তরুণী। পরে পরিবার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে ঘটনাটি জানায়।