বিস্ফোরণের এক মাস পর চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোর ধ্বংসস্তুপ থেকে মানুষের পুড়ে যাওয়া হাড়গোড় ও মাথার খুলির অংশ উদ্ধার করেছে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক সাংবাদিকদের জানান, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দুটি শেডের মাঝখান থেকে বুধবার সকালে উদ্ধার হওয়া হাড়গোড় ও খুলি এক ব্যক্তির মনে করে সুরতহাল করেছেন তাঁরা।
ওই অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া লাশের সংখ্যা হলো ৫১, যার মধ্যে ৩০ জনের পরিচয় শনাক্ত হয়েছে।