সিলেটে বারবার ভূমিকম্পের ঘটনা সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে।
গতকাল একদিনে চারবার ও আজ রবিবার সকালে একবার সেখানে ভূমিকম্প আঘাত করেছে। দুটো ছয়তলা ভবন হেলে পড়া ছাড়া বড় ধরনের ক্ষতি না হলেও মানুষের মনে ভীতি তৈরি হয়েছে।
ভূমিকম্পের মাত্রা কম হওয়ায় ক্ষতি কম হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারনা তবে সিলেন যে ভৌগলিক অবস্থানে আছে তা ঝুঁকিপূর্ণ। অনেকটা টিলার মাটির উপর গড়ে ওঠা, নরম মাটি আবার ভবনগুলো বিল্ডিং কোড মেনে তৈরি না হওয়ায় ঝুঁকির মাত্রা বেশি। বৃষ্টির মাঝে কম মাত্রায় ভূমিকম্প হলেও ক্ষয় ক্ষতি বেশি হতো বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এই অবস্থায় সরকার ভূমিকম্প নিয়ে জরুরী বৈঠকে বসতে যাচ্ছে। সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয় আগামী মঙ্গলবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সরকারের ভূমিকম্প বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি।
তারা কতোগুলো জরুরি সিদ্ধান্ত নেবে, বড় দুর্যোগ হলে ঝুঁকি কমানোর প্রস্ততি ও আলোচনা করবে।
সিলেটের কাছে জৈন্তাপুর অতি ঝুকিপূর্ণ প্লেট এর কারনে সিলেটে সব সময় ভূমিকম্পের আতঙ্ক থাকে।
যো