শনিবারে সকাল থেকে সিলেট শহর একটু পর পর কেঁপে উঠছে। বার বার শিরোনাম হচ্ছে গনমাধ্যমে।
সকাল ১০ টা ৩৬ মিনিটে, ১০ টা ৫৪ মিনিটে৷ ১১ টার পর বেলা ২ টায় আবার প্রবলভাবে কেপে উঠলো শহর।
এবার কাঁপলো একটু বেশি জোরে।
মানুষের মাঝে আতঙ্ক ছড়ালো আরও বেশি। তবে ক্ষতির খবর নেই সরকারী দপ্তরে।