spot_img
Home Uncategorized সাতক্ষীরা, খুলনার দিকে নজর রাখছে সরকার

সাতক্ষীরা, খুলনার দিকে নজর রাখছে সরকার

  1. সীমান্তবর্তী জেলা গুলোর মধ্যে চাপাই নবাবঞ্জ, সাতক্ষীরা ও খুলনার দিকে সরকার নজর রাখছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর এর মহাপরিচালক।

তিনি আজ কয়েকটা গনমাধ্যমকে বলেন, চাপাই এর সংক্রমন হার ৫০ হওয়ার পর আমরা লকডাউনে গিয়েছি। আক্রান্ত ছয় জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে এবং তারা ভারতে আসা যাওয়া করেছেন বলে রেকর্ড আছে। তবে আশার কথা তারা সুস্থ আছেন৷

আমরা সীমান্ত জেলা ও তার আশপাশের জেলার দিকে নজর রাখছি।

সে হিসাবে কুস্টিয়া, মাগুরা, নাটোর, রাজশাহীর দিকে নজর আছে।

আমরা খুলনা, সাতক্ষীরা পর্যবেক্ষণ করছি। এখানে সংক্রমন হার ২০ শতাংশ।

এই অবস্থায় আমরা লকডাউনে যাবো নাকি অপেক্ষা ও আরো কিছু পদক্ষেপ নিব সেটা ভাবছি।

তিনি বলেন, আমরা হাসপাতাল,  ক্লিনিক গুলো প্রস্তত রাখছি৷ নানা উপকরন ও রয়েছে পর্যাপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here