ঢাকা ৩০ মার্চ
মানুষকে করোনা থেকে নিরাপদ থাকতে হলে
সবাইকে মাস্ক পরতে হবে বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিজ্ঞানী ডাক্তার বিজন শীল।
গণমাধ্যমের সাথে আলোচনাকালে তিনি বলেন, মানুষকে বোঝাতে হবে যে, গতবারের করোনাভাইরাস (চীন ভ্যারিয়েন্ট) আর এবারেরটা (আফ্রিকা ও ব্রিটেন ভ্যারিয়েন্ট) এক নয়। গত বছরের ভাইরাসের গতিবিধি, আর আজকের করোনাভাইরাসের গতিবিধি সম্পূর্ণ ভিন্ন। এটাকে আটকানো বেশ জটিল।
আমরা যদি সতর্ক না হই ভয়ানক বিপদজনক অবস্থা হতে পারে বলে তিনি সবাইকে সতর্ক করে দেন।