প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সব মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে। আরো এক কোটি টিকা কেনা হয়েছে। শীঘ্রই তা দেশে আসবে।
তিনি করোনায় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
সবাই যাতে শারীরিক দুরত্ব বজায় রাখে, মাস্ক পরে সেদিকে নজর রাখতে বলেন।
তিনি বলেন, সরকার অতীতের মতো জনগণের পাশে থাকবে৷
তিনি বলেন, করোনা কেবল মানুষের জীবন কেড়ে নিচ্ছে না, অর্থনীতি ধ্বংস করছে।
তিনি বলেন, কোনভাবেই রোগী বাড়তে দেয়া যাবে না, কারন যত উন্নত দেশ হোক সবার সেবা দেয়ার ক্ষমতা অসীম নয়।
আজ বৃহস্পতিবার তিনি জাতীর উদ্দেশ্য ভাষন দেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।