spot_img
Home খবর সফলতায় নারী, কুটনীতিতে নারী

সফলতায় নারী, কুটনীতিতে নারী

সফলতায় নারী, কুটনীতিতে নারী

কূটনীতিতে দক্ষতা দেখাচ্ছেন নারীরা। । বিশ্বের ৯টি দেশে বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা।
নিজ কর্ম ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকাও পালন করছেন নারীরা।

বিদেশে বাংলাদেশ মিশনে প্রতিনিধিত্ব করছেন এখন ৯ জন নারী কূটনীতিক।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন রাবাব ফাতিমা। যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাঈদা মুনা তাসনীম।

মেক্সিকোতে রাষ্ট্রদূত আবিদা ইসলাম, মরিশাসে হাইকমিশনার রেজিনা আহমেদ, ব্রুনাইয়ে হাইকমিশনার নাহিদা রহমান সুমনা, ভিয়েতনামে রাষ্ট্রদূত সামিনা নাজ, পোল্যান্ডে রাষ্ট্রদূত সুলতানা লায়লা রহমান, জর্ডানে রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও ব্রাজিলে সাদিয়া ফয়জুননেসা। এছাড়াও মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন মাশফি বিনতে শামস।

১৯৭৯ সাল থেকে বাংলাদেশের নারীরা পেশাদার কূটনীতিক হিসেবে কাজ শুরু করেন । সে সময় ফরেন সার্ভিসে প্রথম নারী কূটনীতিক হিসেবে যোগ দেন নাসিম ফেরদৌস। তবে বাংলাদেশে প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদা হক চৌধুরী।

কূটনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছেন নারীরা। নারী কূটনীতিকদের মধ্যে প্রথম সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন ইসমত জাহান। নারী কূটনীতিকদের মধ্যে প্রথম এনডিসি কোর্স করেছেন মাজেদা রফিকুন্নেছা। আর নারীদের মধ্যে প্রথম কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন শাহনাজ গাজী।

ছবি সৌজন্যে
বাংলা নিউজ ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here