spot_img
Home বাংলাদেশ সংসদের শূন্য আসনে প্রার্থী চুড়ান্ত করলো আওয়ামী লীগ

সংসদের শূন্য আসনে প্রার্থী চুড়ান্ত করলো আওয়ামী লীগ

সংসদের শূন্য আসনে প্রার্থী চুড়ান্ত করলো আওয়ামী লীগ

জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে দুইটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদকে এবং
ব্রাহ্মণবাড়িয়ার আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।

আওয়ামী লীগ থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ এ জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ এ মো. আবদুল ওদুদ ও বগুড়া-৬ এ রাগেবুল আহসানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৪ এ জাসদ, ঠাকুরগাঁও-৩ এ ওয়ার্কস পার্টিকে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসন উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এদিকে এই আসনের সদ্য পদত্যাগ করা বিএনপি দলীয় সাংসদ উকিল আব্দুস সাত্তার গতকাল বিএনপি থেকে পদত্যাগ করে আজ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
ধারনা করা হচ্ছে তিনি ও নির্বাচনে প্রার্থী হচ্ছেন।।

রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রীর সরবারি বাসভবন গণভবনে এ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here