
মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি,বীর মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক ব্যাক্তত্ব জিয়া উদ্দিন তারেক আলীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
ষাট ও সত্তরের দশকে বাঙ্গালীর জাতিসত্তা বিকাশে সাংস্কৃতিক জাগরনে তার অপরিসীম ভূমিকা ছিল।
২০২০ সনের ৭ সেপ্টেম্বর করোনায় তার মৃত্যুহয়। ১৭৭১ সনে গণসঙ্গীত দলে অন্তর্ভুক্ত হয়ে স্বাধীনতার পক্ষে গণমানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছেন।পরবর্তীতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সংগীতের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের মানসিকভাবে উজ্জীবিত রাখতে কাজ করেন।১৯৯৬ সালে মুক্তযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ক্ষেত্রে ৮ জনের একজন ছিলেন তিনি।
মৃত্যু দিবসে এই বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করি এবং বিনম্র শ্রদ্ধা জানাই।
নিউজ টাইমস ২৪ টিম