পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার ভোট শুরু হয়েছে আজ সকাল ৭ টায়, চলবে বিকেল অব্দি।
আজ ১ এপ্রিল হচ্ছে ৩০ আসনে। আট দফায় হবে ভোট।
৩০ আসনের নির্বাচন হলেও সবার চোখ নন্দীগ্রামে আসনের দিকে। এখানে প্রার্থী হয়েছেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্য সময় একাধিক আসনে প্রার্থী হলেও এবার এই একটি আসনে দাড়িয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী রয়েছেন দীর্ঘদিন তার রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
এই আসনে আরেক আলোচিত প্রার্থীর আছেন ২৩ বছর বয়সী সিপিএম এর যুব নেত্রী মিনাক্ষী মুখার্জি। বেশ নজর কেড়েছেন তিনি।
সামরিক ও আধাসামরিক বাহিনীর ৭৬ হাজার সদস্য থাকছেন ভোটের নিরাপত্তার জন্য।
সারাদিন ১৪৪ ধারা বহাল থাকবে, দাঙ্গা ফেসাদ ঠেকাতে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন।
কেউ সহজে জয় পাবে না। ২২ শতাংশ
সংখ্যালঘু ভোট এখানে জয় পরাজয় নির্ধারনে ভূমিকা রাখবে।
ফলাফল জানা যাবে ২ মে।