- করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশের অক্সিজেন উৎপাদক পাঁচটি প্রতিষ্ঠান কে চিঠি দিয়ে শিল্প প্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহ বন্ধ করে তা হাসপাতালে সরবরাহের নির্দেশ দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর।
আজ মঙ্গলবার এই চিঠি পাঠানো হয়েছে।
শিল্প কারখানার জন্য সিঙ্গাপুর থেকে আমদানির উদ্যোগ নিতে বলা হয়েছে।
সম্প্রতি ভারত থেকে অক্সিজেন আসা বন্ধ রয়েছে, ভারতে তীব্র সংকট চলছে অক্সিজেন এর। বাংলাদেশের অক্সিজেন চাহিদার প্রধান যোগান আসে ভারত থেকে।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক বলেছেন, অক্সিজেন ঘটতি নেই, চাহিদার তুলনায় বেশি অক্সিজেন রয়েছে। উৎপাদন বাড়ানো হচ্ছে।
এখন যে রোগী আছে যদি এর তিনগুন রোগী বাড়ে তাহলে সংকট হতে পারে।
আজ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।