পরিস্থিতি স্বাভাবিক না মলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবেনা বলে জানালেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।
করোনা শুরু হবার পর দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর আগে ১৩ বার ছুটি বাড়ানোর ঘোষণার পর আগামি ১৬ জুন ক্লাশ চালুর ঘোষণা আসার কয়েক দিনের মাথায় এমন বক্তব্য ক্লাশ চালুর ক্ষেত্রে নতুন করে সংশয় তৈরি হলো।
আজ শনিবার এক আলোচনা সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেন,
আমরা যে তারিখ ঘোষনা করি না কেন য়দি ঝুঁকি থাকে তাহলে তারিখ হয়তো ঠিক রাখা যাবে না। তিনি বলেন,বিশেষজ্ঞরা বলছেন, পাচ শতাংশের নীচে
সংক্রমন না আসলে ক্লাশ খোলা ঠিক হবেনা। কিন্তু সংক্রমন হার এর চেয়ে এখনো বেশি।