অবিলম্বে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছেন লালমনিরহাটের সচেতন অভিভাবক সমাজ।
আজ ২১ আগস্ট সকালে স্থানীয় বাটামোড় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন এ বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি),লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম অপু, সমাজসেবক ও লালমনিরহাট উন্নয়ন আন্দোলনের নেতা সুপেন দত্ত, গণসংহতি আন্দোলনের নেতা দীপক রায়, সাংবাদিক নেতা হেলাল কবির, জেলা ছাত্র ইউনিয়ন এর সাধারণ সম্পাদক ছাত্র নেতা বদিউজ্জামান সোহাগ, জাসদনেতা আজমুল হক পুতুল, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মধু সুদন রায় প্রমুখ। বক্তারা ১ সেপ্টেম্বর এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবী জানান।