বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বহুমাত্রিক প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের আজ ৭২তম জন্মবার্ষিকী। তিনি ১৯৪৯ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট মাত্র ২৬ বছর বয়সে বাবা- মা- ভাই সহ নিহত হন তিনি।
তিনি সক্রিয় ছাত্র রাজনীতি করতেন। ‘৬৯-র গণঅভ্যুত্থান’ ও মহান মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন।২
২৫শে মার্চ রাতে পাকহানাদার বাহিনী কর্তৃক ধানমন্ডির ৩২ নম্বররের বঙ্গবন্ধুর বাসভবন আক্রান্ত হওয়ার পূর্ব মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন।
বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামাল ঢাকার বিএফ শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স পাস করেন। তিনি গান গাইতেন- নাটক করতেন- খেলাধূলা করতেন ভালো। ছিলেন ক্রীড়া সংগঠক।
ছায়ানটের সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন।
‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ নামে একটি গানের দল গড়ে ওঠে তার হাত ধরে। ছিলেন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনয় শিল্পী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন।
আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।
বিয়ে করেছিলেন দেশবরেণ্য অ্যাথলেট সুলতানা খুকুকে। তিমিও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের হাতে শহিদ হন।
আওয়ামী লীগ সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সকাল সোয়া ৯টায় বনানী কবরস্থানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করছে।