
ইউক্রেনের জন্য উদ্বিগ্ন হলেও
ফ্রান্সের ক্যালে থেকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় ২৮৬ জন ইউক্রেনীয়কে ফিরিয়ে দিয়েছে ব্রিটেন।
মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।
যুক্তরাজ্য থেকে যত ভিসা ইস্যু করা হয়েছে, সেই সংখ্যাও প্রায় সমান।
ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। প্রায় ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে গিয়েছেন বলে জানা গেছে। আর তাদের মধ্যে ২৮৬ জনকে ঢুকতে দেয়নি ব্রিটেন।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’। তবে তারা দেশটিতে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে যাচাই করে দেখতে চায়।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের বহু শহর কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।