তেজগাঁও সাতরাস্তার মোড় থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ১০ টি ইউটার্ন ব্যবহার এর জন্য খুলে দেয়া হচ্ছে আগামী ৩ এপ্রিল শনিবার।
এর পর এসব পথে সরাসরি ডানে মোড় নেয়া যাবে না।
আজ শুক্রবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিটি করপোরেশন এর এক কর্মকর্তা বলেন,আমরা আনুষ্ঠানিকভাবে এগুলো চালু করবো, যদিও এগুলো চালু আছে। তবে এর ভেতর দিয়ে ডানে মোড় নেবার সুযোগ পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। এতে যানজট কমবে, যোগ করেন তিনি।