spot_img
Home খবর লতা- শীর্ষেন্দু করোনায় আক্রান্ত

লতা- শীর্ষেন্দু করোনায় আক্রান্ত

লতা- শীর্ষেন্দু করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাকে।

ভারতীয় সংবাদমাধ্যমকে লতার ভাইজি রচনা বলেন, উনার (লতা মঙ্গেশকর) অবস্থা আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্যই তাকে আইসিইউতে রাখা হয়েছে। দয়া করে তার জন্য প্রার্থনা করবেন।

এদিকে বর্ষীয়ান কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে নিজের বাড়িতে আইসোলশনে রয়েছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজেটিভ এসেছে।

গত ২ জানুয়ারি একটি বইমেলা উদ্বোধনের জন্য পশ্চিমবঙ্গের মালদা গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফিরে শারীরিক দুর্বলতা অনুভব করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঙ্গে দেখা দেয় সর্দি-কাশিও। শেষমেশ করোনার নমুনা পরীক্ষা করাতে হয়। রিপোর্টে তিনি কোভিড পজেটিভ হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here