
ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুদিন বন্ধ থাকায় যাত্রী চাপ বেশি ছিল।
প্রাণে বেঁচে যাওয়া লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ করে রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্চিনরুমে আগুন লেগে যায়। এরপর সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে কয়েকশ’ যাত্রী ছিলেন।
কেউ কেউ প্রাণে বাঁচতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেন ।
এই পর্যন্ত নিহত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।