কলডাউনের সময় বাড়লো। আগামী ১৬ মে পর্যন্ত চলবে এই লকডাউন। সিটি সার্ভিস চালু হবে ৬ মে থেকে তবে দুরপাল্লার গাড়ি চলবে না৷
আজ ৩ মে মন্ত্রীসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ধারনা করা হচ্ছে, শহরে যারা আছেন ঈদ তাদের শহরেই করতে হবে৷ গত ২৪ ঘন্টায় করোনা কেড়েছে ৫৫ জনের প্রান।
মাস্ক পরা কঠোর করতে ভ্রাম্যমাণ আদালত মার্কেটে যাবে, অনিয়ম দেখলে মার্কেট বন্ধ করে দেয়া হবে, জানিয়েছেন ক্যাবিনেট সচিব।