spot_img
Home বাংলাদেশ অপরাধ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা এবং শিক্ষক মুহিবুল্লাহকে (৫০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা শিবিরে আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয় সুত্র জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মারাত্মকভাবে আহত হন মুহিবউল্লাহ। পরে দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুহিবুল্লাহ রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।

এশার নামাজের পর নিজ কার্যালয়ে অবস্থানকালে দুর্বৃত্তরা মুহিবউল্লাহকে লক্ষ্য করে গুলি করলে তিন রাউন্ড গুলি মুহিবউল্লাহর বুকে লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here