spot_img
Home বাংলাদেশ অপরাধ রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত দুই

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত দুই

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত দুই

কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ১৩ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হতাহত তিনজনই ১৩ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
দুপুর ১টার দিকে ১৩ নম্বর ক্যাম্পে একদল দুর্বৃত্ত এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে এক রোহিঙ্গা মারা যান। আরেক জনকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ আরেক জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের হিসাব মতে, পাঁচ মাসে ৩৪ জন খুন হয়েছেন। এর মধ্যে ১৪ জন মাঝি (রোহিঙ্গা নেতা), আট জন আরসা সদস্য ও ১২ জন স্বেচ্ছাসেবক ও সাধারণ রোহিঙ্গা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here