
মিয়ানমারে ফেরাসহ ১৯ দফা দাবিতে কক্সবাজারের বিভিন্ন শিবিরে সমাবেশ করেছে রোহিঙ্গারা। রোববার “লেটস গো হোম, লেটস গো টু মিয়ানমার” শিরোনামে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পৃথক সমাবেশের আয়োজন করা হয়। ভারী বর্ষণ উপেক্ষা করে রোহিঙ্গারা তাদের অধিকার নিশ্চিত করে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার দাবি জানান।
ছোট পরিসরে সমাবেশ করার
কথা থাকায় এবং যেহেতু মিয়ানমারে ফিরে যাওয়ার দাবিতে তারা এ সমাবেশ করেছে সে জন্য আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে বাধা দেয়া হয়নি।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) সেক্রেটারি ডা. মো. জুবায়ের বেনারকে বলেন, “বিভিন্ন ক্যাম্পের লোকজন সমবেত হয়ে অন্তত আটটি স্থানে সমাবেশ হয়েছে।
তারা বলেন,
“আমরা এ দেশের নাগরিক নই, আমরা মিয়ানমারের নাগরিক। আমরা আমাদের নাগরিক্ত, রোহিঙ্গা হিসেবে স্বীকৃতিসহ সকল অধিকার নিয়ে নিজ দেশ এবং নিজ ভিটে মাটিতে ফিরে যেতে চাই।
তারা আশ্রয়, খাবার, চিকিৎসা সেবাসহ সকল মানবিক সহায়তা, রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় ন্যায় বিচার পেতে মামলায় সহযোগিতা করার জন্য সমাবেশে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, ২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রথমবারের মতো বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল।