spot_img
Home খেলা অন্য খেলা রোনালদোর ৪৮-এ ৪৮, টানা এক যুগে ২০

রোনালদোর ৪৮-এ ৪৮, টানা এক যুগে ২০

0
রোনালদোর ৪৮-এ ৪৮, টানা এক যুগে ২০

দুদিন আগে হেল্লাস ভেরোনার বিপক্ষে ড্র করে লিগের দৌড়ে হোঁচট খেয়েছিল জুভেন্টাস। ভুল থেকে শিক্ষা নিতে বেশি দেরি করেননি রোনালদোরা। গত রাতে স্পেৎসিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিভতে থাকা লিগ স্বপ্নটাকে আরেকটু জ্বালিয়ে দিয়েছেন রোনালদোরা। গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা ও ইতালিয়ান উইঙ্গার ফেদেরিকো কিয়েসা। আর গোল করে অনন্য একটা রেকর্ডে নামও লিখিয়েছেন রোনালদো।

না জিতলে লিগ জয়ের দৌড়ে আরও বেশি পিছিয়ে যেতে হবে, এই চাপ নিয়েই গত রাতে মাঠে নেমেছিল জুভেন্টাস। আগের ম্যাচে ৩-৫-২ ছকে কাজ হয়নি দেখেই কি না, এই ম্যাচে দলকে ৪-৪-২ ছকে নামিয়েছেন আন্দ্রেয়া পিরলো। তবে শুরুতেই জুভেন্টাসের মনে ভয় ধরিয়ে দিয়েছিল স্পেৎসিয়া। লেফটব্যাক রিকার্দো মার্কিজ্জার একটা শট একটুর জন্য পোস্টের গা ঘেঁষে বেরিয়ে যায়। ৯ মিনিটে কিয়েসা এক গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here