spot_img
Home বাংলাদেশ অপরাধ রেনু হত্যা মামলার সাক্ষ্য গ্রহন শুরু

রেনু হত্যা মামলার সাক্ষ্য গ্রহন শুরু

রেনু হত্যা মামলার সাক্ষ্য গ্রহন শুরু

ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতিমা ইমরোজ ক্ষনিকার আদালতে মামলার বাদী রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটুসহ তিনজন সাক্ষ্য দেন।

সাক্ষ্য দেওয়া অপর দুজন হলেন- রেনুর আরেক ভাগ্নে অনিকুর রহমান ও সুরতহাল প্রস্তুতকারী বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা সাক্ষ্য দেন।

তাদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আগামী বছরের ১১ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী তিন ধার্য করেন।

সাক্ষ্যগ্রহণকালে ১৩ আসামি আদালতে হাজির ছিলেন। মামলার বাদী নাসির উদ্দিন টিটু বিষয়টি জানান।

গত ১ এপ্রিল ১৩ আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন একই আদালত।

২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এ ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু।

গত বছরের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট ও অপ্রাপ্ত বয়স্ক দুজনের বিরুদ্ধে দোষীপত্র দেন।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here