
বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচিতে পরিষদের নেতারা- অবিলম্বে রূপসার শিয়ালী গ্রামে ঘটে যাওয়া হিন্দু ধর্মালম্বীদের উপর হামলার প্রতিবাদ জানায় বক্তারা। ঢাকা, খুলনা, চট্টগ্রাম এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন – গত শনিবার শিয়ালী গ্রামে ঘটে যাওয়া ঘটনাটির তদন্ত চলছে।
পরিস্থিতি শান্ত এবং নিয়ন্ত্রণে রয়েছে।