spot_img
Home বাংলাদেশ রাজধানীতে বিএনপি- পুলিশ সংঘর্ষ

রাজধানীতে বিএনপি- পুলিশ সংঘর্ষ

রাজধানীতে বিএনপি- পুলিশ সংঘর্ষ

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

গ্রেফতার এর কোন খবর পাওয়া যায়নি।

  1. তবে  বিএনপির কর্মীদের হাতে একজন সচিব এর গাড়ি ভাংচুর এর অভিযোগ পাওয়া গেছে। তিনি সরকারি গাড়িতে চড়ে সচিবালয়ে আসছিলেন। তাকে পরবর্তীতে চন্দ্রিমা উদ্যানের কাছে একটা পুলিশ বক্সে নেয়া হয়।

সদ্য গঠিত বিএনপির ঢাকা মহানগরএর  নেতাদের জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি রয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিতে দলের কয়েক হাজার নেতাকর্মী সকাল থেকে মাজারে জড়ো হয়েছেন। তাদের সঙ্গে সংঘর্ষ হয়।

মহানগর উত্তর বিএনপির সদ্য দায়িত্ব পাওয়া সদস্য সচিব আমিনুল হককে রক্তাক্ত অবস্থায়  দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here