
জাতীয় সংসদের বিরোধী দলের হুইপ সহ সব পদ থেকে জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গাকে অব্যহতি দেয়া হয়েছে।
আজ সংবাদমাধ্যমে পাঠানো এক চিঠিতে দলের পক্ষ থেকে জানানো হয়, দলের সভাপতি জিএম কাদের তার গনতান্ত্রিক ক্ষমতায় রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্য সহ সব পদ থেকে সরিয়ে দিয়েছেন।
রাঙ্গা এর আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব ছিলেন।
তিনি দলের ভেতর সরকার সমর্থক বলে প্রচার আছে।
সম্প্রতি বেগম রওশন এরশাদ এর জরুরি কাউন্সিল ডাকাকে কেন্দ্র করে অস্থিরতা চলছে।