ফুটবল যাদুকরন দিয়াগো ম্যারাডোনাকে হত্যার অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
খবর এএফপির।
গত বছর ২৫ নভেম্বরের তার আকস্মিক মৃত্যু হলে অভিযোগ উঠে হত্যার। এর পর তার দুই মেয়ে চিকিৎসার অবহেলার অভিযোগ তোলেন৷ পরে তদন্ত করে তার সত্যতা মেলে।
ম্যারাডোনার স্নায়ু শৈল চিকিৎসক ডাক্তার
লুক সহ সাত জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২ জন ডাক্তার ও পাঁচজন স্বাস্থ্য কর্মী৷
অভিযোগ প্রমানিত হলে এদের ৮ থেকে ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।