মোরেলগঞ্জে শেখ মুজিবের শাহাদাৎ বার্ষিকীতে পল্লী বিদ্যুতের খাদ্য সহায়তা কর্মসূচি
(সাইফুজ্জামান রিপন) মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে গরীব ও অসহায় পরিবারের মাঝে পল্লী বিদ্যুতের খাদ্য সহায়তা প্রদান।রোববার (১৫ আগস্ট) সকাল ১০ টায় পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতি মোরেলগঞ্জ জোনাল অফিসের উদ্যোগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা বিতরন করেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ- ই আলম বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাগেরহাট জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,ফাহিমা খানম, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম,পল্লী বিদ্যুত সমিতির মোরেলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার( ডিজিএম) এবি এম মিজানুর রহমান,এজি এম কম প্রবাস কর দাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রোকন উদ্দিন প্রমুখ।