ঢাকার মানুষের কাছে ছিল স্বপ্ন আর কল্পনা, ক্রমশঃ তা সত্যি হতে চলেছে৷ এগিয়ে চলছে মেট্রোরেল এর কাজ।
অবকাঠামো নির্মাণকাজ- রেল লাইন বসানো- গাড়ি আনা- সংযোগ দেয়ার কাজ শেষ। এবার শুরু হতে যাচ্ছে পরীক্ষামূলক চালানো৷
সরকারের মেগা প্রকল্পের একটি এই মেট্রোরেল যা নির্মিত হচ্ছে জাপান সরকারের সহযোগিতায়। রোববার(২৯ আগস্ট) শুরু হবে পরীক্ষা মূলক চলাচল তবে এখনি যাত্রী বহন করবে না।
ওই দিন সকাল ১০টায় উত্তরা থেকে মিরপুর পল্লবী স্টেশন পর্যন্ত উড়াল রেলপথে ট্রেন পরিচালনা করা হবে। পূর্ব প্রস্তুতি হিসেবে শুক্রবার (২৭ আগস্ট) নগরীর দিয়াবাড়ি থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে নগরীর বুকে।
সকালে নগরের বিভিন্ন যায়গায় দাড়িয়ে অবাক হয়ে দেখেন নগরবাসী।
তবে চলাচলে কোনো ধরনের সমস্যা হয়নি।