
রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতার মধ্যে গত জুনে দেশে মূল্যস্ফীতির হার সাড়ে ৭ শতাংশ ছাড়িয়েছে; যা গত ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে বলা হয়, গত ২০২১-২২ অর্থবছরের শেষ মাস জুনে (মাসওয়ারি) দেশে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ।
অর্থাৎ গত বছরের জুন মাসে দেশের মানুষ যে পণ্য বা সেবা ১০০ টাকায় পেয়েছিলেন, এ বছর জুনে তা ১০৭ টাকা ৫৬ পয়সায় কিনতে হয়েছে।
বিবিএসের প্রতিবেদনে অনুযায়ী, মূল্যস্ফীতির চাপ শহরের চেয়ে গ্রামে বেশি। মানুষকে সবচেয়ে বেশি অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে খাদ্যপণ্যে।