বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস আগের চেয়ে কিছুটা ভালো আছেন। বুধবার(১৭নভেম্বর) দিবাগত রাতে তাকে সিসিউই থেকে কেবিনে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(১৮নভেম্বর) দুপুর ১২টার দিকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস বাংলানিউজকে বলেন, গতরাতে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বুকের ব্যথা কমলেও কেন ব্যথা হয়েছে সেটা এখনও সুনির্দিষ্টভাবে জানাননি চিকিৎসকরা। সেজন্য বৃহস্পতিবার পুনরায় পরীক্ষা নিরিক্ষা করা হবে।
আফরোজা আব্বাস বলেন, মঙ্গলবার দিবাগত রাতে বুকে প্রচণ্ড ব্যথা হওয়ার পর রাত দেড়টার দিকে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।