চট্টগ্রামে আলোচিত মিতু হত্যা মামলার আর এক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
রাত আটটার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে সাইদুল নামের এই আসামীকে গ্রেফতার করা হয়।
এর আগে বিকেলে মাহমুূদা খানম মিতুর বাবা মামলা করলে নিহতের স্বামী বাবুল আখতার কে গ্রেফতার করে পিবিআই৷
২০১৬ সালে চট্টগ্রামে সন্তানকে স্কুলে দিতে গিয়ে খুন হন মিতু। এর পর তার স্বামী বাবুল আখতার বাদী হয়ে আট জনকে আসামী করে মামলা করেন। প্রথম দিকে এটা জঙ্গিদের কাজ বলে আলোচনা ছিল। পরে পিবিআই তদন্তে বেরিয়ে আসে এটা তার স্বামীর কাজ। তিনি কক্সবাজারে কর্মরত ভারতীয় এক নারী এনজিও কর্মীর সাথে সম্পর্কে জড়ান, এটা তার স্ত্রী জেনে ফেললে পারিবারিক কলহ বাঁধে। বাবুল আখতার ক্ষুব্ধ হয়ে তার এক সোর্স ও বন্ধুকে দিয়ে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন।
পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( পিবিআই) তদন্তে সেই বন্ধুকে ধরে ফেলেন। এই বন্ধু বাবুল আখতার এর কাছ থেকে তিন লাখ টাকা নিয়ে মুসাকে দেন। মুসা এই টাকার একটা অংশ দিয়ে পিস্তল কেনেন৷
তবে প্রথম দিকে বাবুল আখতার এর
আচরন দেখে কেউ ধারনা করতে পারেনি তিনি এই হত্যার সাথে জড়িত৷
পিবিআই ঘটনাস্থলের ভিডিও দেখে সনাক্ত করেন যক সেখানে হত্যা মিশনে যোগ দেয়া একজন মুসা৷ যিনি বাবুল আখতার কক্সবাজারে পুলিশ কর্মকর্তা থাকার সময় তার সোর্স ছিল। এতে তদন্তকারীদের সন্দেহ হয়, আবার মিতুর বাবা অনেক দিন ধরে এই হত্যার জন্য বাবুলকে অভিযুক্ত করছিলেন৷