
জনপ্রিয় সিরিজ‘
‘মাসুদ রানা’র অন্যতম লেখক আবদুল হাকিম আর নেই
বাংলাদেশের পাঠকের কাছে তুমুল জনপ্রিয় থ্রিলার ‘মাসুদ রানা’ সিরিজের অন্যতম লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন।
শনিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় তিনি মারা যান।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগেছেন। শনিবার হঠাৎ করেই তিনি ইন্তেকাল করেন। তাকে হাসপাতালে নেওয়ারও সুযোগ পায়নি পরিবার।
তার জন্ম ৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে। দেশভাগের পর চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন।